কারাগার আধুনিক সভ্যতায় বন্দিদের সংশোধন ও সুপ্রশিক্ষিত করে সভ্য সমাজের মানুষ হিসেবে গড়ে তোলার প্রতিষ্ঠান। বিভিন্ন কারণে মানুষ অপরাধের সাথে জড়িয়ে পড়তে পারে। আইন অনুসারে শাস্তি প্রদানের পাশাপাশি তাকে সংশোধন করে গড়ে তোলার দায়িত্ব বাংলাদেশ কারা বিভাগের। “রাখিব নিরাপদ দেখাব আলোর পথ’’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে দেশের কারাগারসমূহে তথা বরিশাল বিভাগস্থ কারা প্রশাসন বিপথগামী লোকদের সঠিক প্রেষণা প্রদানের মাধ্যমে তাদের কৃত ভুল বুঝতে সহায়তা করা ও সংশোধন করা এবং বর্তমান যুগের সথে তাল মিলিয়ে সঠিক প্রশিক্ষণ প্রদান করে দক্ষ মানব সম্পদ হিসেবে সমাজে ফিরিয়ে দেয়ার লক্ষ্যে কারা প্রশাসন বরিশাল বিভাগ বরিশাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ইতিহাস :
বরিশাল কেন্দ্রীয় কারাগার, পটুয়াখালি, বরগুনা, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা কারাগার নিয়ে ২৬-১১-২০১৩ খ্রিঃ তারিখ বরিশাল কেন্দ্রীয় কারাগারের ০৩ তলা ব্যারাকের নিচতলায় ০৪ কক্ষনিয়ে বরিশাল বিভাগীয় কারা উপ মহাপরিদর্শক এর কার্যালয় আনুষ্ঠানিক ভাবে যাত্র শুরু হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ জেল (বি,ডি,জে) এর যাত্রা শুরু হয়। বর্তমানে এ বিভাগে ০১ টি কেন্দ্রীয় কারাগার ও ৫টি জেলা কারাগার রয়েছে।
ভিশন : “রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’’।
মিশন : বন্দিদের নিরাপদ আটক নিশ্চিত করা, কারাগারের কঠোর নিরপত্তা ও বন্দিদের মাঝে শৃঙ্খলা বজায় রাখা, বন্দিদের সাথে মানবিক আচরণ করা, যথাযথভাবে তাদের বাসস্থান, খাদ্য, চিকিৎসা এবং আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও আইনজীবীদের সাথে সাক্ষাৎ নিশ্চিত করা এবং একজন সুনাগরিক হিসেবে সমাজে পুনর্বাসন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রেষণা ও প্রশিক্ষণ প্রদান করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS